রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২৮ পিএম
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সহ ২ জন নিহত এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর আড়াই টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের উপজেলার  চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও শেরপুর থানার সীমাবাড়ি গ্রামের রহিজুল ইসলাম (৫৯) ও নিহত অটো ভ্যান চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে সাহেব আলী (৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটাকার দিকে  অটো ভ্যান যোগে একটি জানাযা নামাজে যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার সোসাল ইসলামি ব্যাংক সংলগ্ন বাইপাসে আসলে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে চলে গেলে অটো ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে শিক্ষক রইজুল ও ভ্যান চালক সাহেব আলী মারা যান।  গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশংকাজনক। ঘটনা সত্যতা স্বীকার করে হাটিকুমরুল  হাইওয়ে থানার ওসি  আব্দুর রউফ জানান চান্দাইকােনার সড়ক দুর্ঘটনার গুরুতর আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে