ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচুরিপানা ভরাট খাল ও নালা স্বেচ্ছাশ্রমে পরিস্কার অভিযান শুরু করেছে গ্রামবাসি, পরিবেশকর্মী ও রেডক্রিসেন্ট সদস্যরা। সোমবার উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। এ অভিযানে উপজেলার ধাওয়া ইউনিয়নের বকশি,অক্কা ও নাঙ্গল খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ কাজে এসময় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ আহমেদ আনয়ার,ধাওয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মোল্লাসহ এলাকার সাধারণ মানুষ ।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহীকর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন গ্রামের খালে ও নালায় কচুরিপানা ভরাটহয়ে পরিবেশ দূষণ ঘটছিলো। ফলে এলাকায় মশা উপদ্রব বৃদ্ধি পায়। যা ডেঙ্গুসহ নানা রোগের জন্য অত্যন্ত ঝুঁকি সৃষ্টিকরে। খালের দুষণ রোধে স্বেচ্ছাশ্রমে পরিবেশ কর্মীদের এ উদ্যোগ গ্রহন করায় প্রশাসনের পক্ষ থেকে তিনি সবাইকে ধন্যবাদ জানান।