নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

এফএনএস ডেস্ক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৮ পিএম
নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিএনপি নিরপেক্ষ সরকারের যে দাবি তুলেছে, সেটি তাদের রাজনৈতিক অবস্থান, তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের দূরত্ব নেই।  

উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাসের বিষয়ে তিনি বলেন, আপাতত এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই, তবে প্রয়োজন হলে ভবিষ্যতে তা করা হতে পারে।  

একইদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপি ও ছাত্রনেতাদের মধ্যে কোনো বিভেদ কাম্য নয়। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়ন নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছিল, যা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কার্যক্রমে উৎসাহিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

ড. আসিফ নজরুল বলেন, "আমি যতটুকু জানি, বিএনপি কোনো ষড়যন্ত্র বা আরেকটি ১/১১-এর মতো ঘটনার প্রতি আগ্রহী নয়। ছাত্রনেতারাও সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা করছেন না।"  

তিনি আরও বলেন, "বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন, তবে এর ধরন ও কাঠামো আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।"  

আইন উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের বিপুল অর্থসম্পদ, প্রচারণা নেটওয়ার্ক ও আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তাদের প্রতিহত করতে হলে ঐক্যই একমাত্র বিকল্প।"

আপনার জেলার সংবাদ পড়তে