দুর্বল দল নিয়েও রাজশাহী দলের দুর্দান্ত জয়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:২৭ এএম
দুর্বল দল নিয়েও রাজশাহী দলের দুর্দান্ত জয়

বিপিএল-এ দুর্বল দল নিয়েও রাজশাহী দলের দুর্দান্ত জয় ঘটেছে। বিশেষ অনুমোদনে দেশের ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়েছে। এটি ছিল চলতি বিপিএলে রংপুরের দ্বিতীয় হার এবং রাজশাহীর জন্য ছিল গুরুত্বপূর্ণ একটি জয়, যার ফলে তাদের সুপার ফোরে যাওয়ার আশা এখনো জীবিত রইল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে রাজশাহী ৯ উইকেটে ১১৯ রান তোলে। রাজশাহীর টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশিরভাগই ব্যর্থ হন। তবে আকবর আলী এবং সানজামুল ইসলাম শেষের দিকে কিছুটা মেরামত করে স্কোরবোর্ডে একটি পুঁজি দাঁড় করান। 

রংপুর রাইডার্স যখন ব্যাট করতে নামে, তাদের শুরুটা ছিল দুর্বল। দলটি ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে এবং পরে ৪৯ রানে তারা ৭ উইকেট হারিয়ে ফেলে। যদিও সাইফউদ্দিন এবং রাকিবুল হাসান কিছুটা চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি তারা জিততে পারেননি। সাইফউদ্দিন ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন, কিন্তু শেষ ওভারে ২৫ রান প্রয়োজন ছিল এবং সাইফউদ্দিন তার শেষ দুটি ছক্কায় ম্যাচে উত্তেজনা সৃষ্টি করলেও রংপুর ২ রানে হেরে যায়।

এছাড়া, রাজশাহী দলের অধিনায়ক তাসকিন আহমেদ এই ম্যাচে বিপিএল ইতিহাসে একক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নিজের জায়গা নিশ্চিত করেন। ২০১৯ সালে সাকিব আল হাসান ২৩ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন, যা এবার তাসকিনের হাতে উঠে যায়। তাসকিন তার দুর্দান্ত বোলিংয়ে রংপুরের ব্যাটসম্যানদের অচল করে দেন, বিশেষ করে স্টিভেন টেইলর ও রাকিবুল হাসানকে আউট করে তিনি নিজের রেকর্ডে জায়গা করে নেন।

এদিকে, রাজশাহী দলের বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক বিতর্কের কারণে ম্যাচ বয়কট করলেও, স্থানীয় ক্রিকেটারদের নিয়ে তাদের এ জয় রাজশাহীর জন্য বড় একটি প্রাপ্তি। ১১ ম্যাচে তাদের ৫টি জয় তাদের সুপার ফোরে যাওয়ার আশা জিইয়ে রেখেছে।