স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ (২৭ জানুয়ারি) শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে জরুরি সভা শেষে আন্দোলনকারীদের সিদ্ধান্ত জানানো হবে।
সোমবার সকাল থেকে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। শিক্ষকদের অবস্থানের একশ গজ দূরে শাহবাগ থানার সামনে পুলিশ কড়া অবস্থান নিয়ে রয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান জানান, “গতকাল (২৬ জানুয়ারি) আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, আজ আমাদের বিষয় নিয়ে মিটিং হবে। সেই সভার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আমাদের জানানো হবে।”
এর আগে গতকাল শিক্ষা উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে গেলে শিক্ষকরা পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষকরা বলছেন, দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতোই তারা নীতিমালার অধীনে শিক্ষা কার্যক্রম চালালেও তাদের মাদ্রাসাগুলো এখনও জাতীয়করণ করা হয়নি। সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া না দিলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
শিক্ষা উপদেষ্টার কার্যালয়ের সভার সিদ্ধান্তের পর শিক্ষকদের পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে।