তাবলীগের সংঘর্ষ মামলা: সাদপন্থী ২৩ জনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
তাবলীগের সংঘর্ষ মামলা: সাদপন্থী ২৩ জনের জামিন বহাল

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জের আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।

এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট আসামিদের পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন। তবে ২৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন ফেরত দিয়েছিল।

অপরদিকে, সাদপন্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা সংঘর্ষে উসকানিদাতার ভূমিকা রাখেননি এবং তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা উচিত। তবে জোবায়েরপন্থীরা এ বিষয়ে ন্যায়বিচারের দাবিতে অনড় রয়েছেন।

এ মামলার ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে