বাজিতপুরে প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য ফজলে এলাহী

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৩:২২ পিএম
বাজিতপুরে প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য ফজলে এলাহী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য হয়েছেন মোঃ ফজলে এলাহী। তিনি উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের শহীদ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটির আহ্বায়ক ফারাশিদ বিন এনাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখার ১ সেপ্টেম্বর ২০২৪ জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটির আহ্বায়ক কর্তৃক মনোনিত এডহক কমিটি গঠনকল্পে উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটিতে একজন উপজেলা সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অফিসার, নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই জন প্রধান শিক্ষক, নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক জন সহকারী শিক্ষক কে নিয়োগ করা হলো। ৪ সদস্য বিশিষ্ট্য এডহক কমিটির সদস্যরা হলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুর রহমান, পশ্চিম পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা উমর ও শহীদ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলে এলাহী। উল্লেখ্য, ফজলে এলাহী বাজিতপুরে এসএসসি-৯৩ ব্যাচে বন্ধুদের প্রিয় মুখ। তিনি কৈলাগ ইউনিয়নের কুকরারাই হাজী বাড়ীর মরহুম মোতালিব মাস্টারের ছোট ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে