মুন্সীগঞ্জ গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধেও হত্যা মামলা দায়ের হওয়ায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হত্যা মামলা দায়েরের পর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কার্যালয়ে না আসায় ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা। খবর নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার। তার অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। এবার তাকেও যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি করায় ইউনিয়ন পরিষদে আসছেন না তিনি। সরেজমিনে সোমবার (২৭ জানুয়ারি) সকাল এগারোটায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের কার্যালয়ে তালাবদ্ধ। ইউপি চেয়ারম্যান না থাকায় কয়েকজন সেবা প্রত্যাশী ফিরে যাচ্ছেন। ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আসা সেবা প্রত্যাশী। হাসিনা বেগম বলেন ,'আমার বাড়ি আব্দুল্লাহপুর গ্রামে।গত দুইদিন ধরে চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য ইউনিয়ন পরিষদে আসছি কিন্তু চেয়ারম্যান না থাকায় সার্টিফিকেট না পেয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে'। রায়পাড়া গ্রামের বাসিন্দা সেবা প্রত্যাশী আলিফ আহমেদ বলেন, 'নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে তার জন্য জন্ম সনদ প্রয়োজন। অনলাইন কপিতে চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে। ইউনিয়ন পরিষদে এসে দেখি চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে তালাবদ্ধ'। বিষয়টি সম্পর্কে ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহমেদ বলেন, 'ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কি কারণে অনুপস্থিত তা আমি জানি না। উনি কি অসুস্থ নাকি মামলা হওয়ায় কার্যালয়ে আসছেন না এ সম্পর্কে তিনি কিছু বলেননি। তবে তার অনুপস্থিত থাকার বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি'। বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, 'আমি শারীরিকভাবে অসুস্থ সেজন্য অফিস করতে পারছি না। শুনেছি গত ১৭ জানুযারি ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে সেই ঘটনার সময় আমি ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করেছিলাম।গত ২৪ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম ছিলাম'। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ' কোন ভুক্তভোগী যদি আমাকে এই বিষয়ে লিখিত অভিযোগে করেন তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব'।