জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি রোজ সোমবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। পরে সহকারী শিক্ষক নারায়ন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। বিশেষ অতিথি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন নবী ছাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল ফায়ার ফাইটার সাহা আলম ও বিডি ক্লীন জেলা সম্মনয়ক রাকিবুল হাসান। আরও উপস্তিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের সি এ এস এম শওকত, ইউনিয়ন বিএনপির সাংঠনিক সম্পাদক সাকিলুর রহমান তালুকদার সাকিল ও ছাত্রদল নেতা রাসেদুল ইসলাম সহ মামুদপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদায়ই সংবর্ধনা ও উপহার তুলে দেন অতিথি বৃন্দ এবং বিশেষ মোনাজাত শেষে প্রায় সাতশত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ করান।