সরাইলে তিন সড়ক ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৪:২৭ পিএম
সরাইলে তিন সড়ক ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি করাকালে দূর্ধর্ষ তিন সড়ক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন পুলিশ। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে রোববার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- উপজেলার ইসলামাবাদ গ্রামের বাবলু, মাসুদ আহমেদ শিপন (২২) ও আনোয়ার হোসেন আনার (৩৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীররাতে এস আই নুরূন্নবী সংগীয় ফোর্স সড়কের ফায়ার সার্ভিসে সামনে অভিযান চালায়। অভিযানে পুলিশ মাসুদ ও আনোয়ার নামের দুই ডাকাতকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলেন। মাসুদ কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। আনোয়ার একই ইউনিয়নের লস্কর পাড়ার আবুল হোসেনের ছেলে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাত আনোয়ারের কাছ থেকে সরাইল সদরের উচালিয়াপাড়ার নুরূল আমিনের ছেলে ইফাজ উদ্দিন আহমেদের ডাকাতি হওয়া ১২ শত টাকা ও একটি মানিব্যাগ উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ডাকাতের তথ্যের ভিত্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ে নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ধন মিয়ার ছেলে ডাকাত বাবলুকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, এদের বিরূদ্ধে সরাইল ও পার্শ্ববর্তী থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাত মাদক ও জুয়ার বিরূদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে