ফরিদপুর-৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন) উপজেলা মিলে সংসদীয় সীমানা পূনর্বহালের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের দু’ধারে হাতে হাত ধরে প্রায় সহস্রাধিক জনতা এক ঘন্টাকাল দাড়িয়ে থেকে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এর আগে সদরপুর-চরভদ্রাসন উপজেলার প্রায় পাঁচ হাজার লোকের স্বাক্ষরিত উক্ত দাবী সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশ সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রাশসক ও জেলা নির্বাচন অফিসারের কাছে পেশ করা হয়। ফরিদপুর-৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পূনরুদ্দার কমিটি এ মানববন্ধনের আয়োজন করেন। এ মানববন্ধনের সভাপতিত্ব করেন মোঃ আকতার উজ্জামান। মানবন্ধনটি সঞ্চালনা করেন অ্যাডঃ ফাহাদ খান শাওন। মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আব্দুস কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, ব্যাবসায়ী লুৎফর রহমান পাশা, বিএনপি ও অংগসংগঠন নেতা শাহ আলম রেজা, অ্যাডঃ মাহবুবুর রহমান দুলাল, কে.এম. ওবায়দুল বারী দীপু, মোঃ ইয়াকুব আলী, মঞ্জুরুল হক মৃধা, মোজাফ্ফর হোসেন জাফর ও সালাউদ্দিন শুভ প্রমূখ। জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন গঠিত এবং শুধু ভাংগা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন বহাল ছিল। কিন্ত ২০০৮ সালে তৎকালিন নির্বাচন কমিশন সংসদীয় আসন কাটাছেড়া করে ভাংগা-সদরপুর ও চরভদ্রাসন এই তিন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন গঠন করেন। আ’লীগ সরকার তাদের সুবিধার জন্য উক্ত তিন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসনটি বহাল রেখেছিল। এতে সদরপুর ও চরভদ্রাসন উপজেলাবাসী সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত এবং বৈষম্যর শিকার হয়েছেন বলে দাবী এলাকাবাসীর। তাই ফরিদপুর-৪ আসনটি সদরপুর ও চরভদ্রাসন উপজেলা সীমানার ১৩টি ইউনিয়ন নিয়ে পূনর্বহাল করে মানববন্ধনে অত্র অঞ্চলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জোর দাবী তোলা হয়।