শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে চলছে ইট-বালুর ব্যবসা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৫২ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে চলছে ইট-বালুর ব্যবসা

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের খেলার মাঠ দখল করে প্রতিষ্ঠান প্রধানের বাঁধা উপেক্ষা করে কয়েক বছর ধরে ইট-বালু খোয়ার ব্যবসা করছে উপজেলা যুবলীগ সদস্য স্থানীয় প্রভাবশালী আজিজুল শেখ। বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ একাধীকবার ইট-বালু খোয়া সরিয়ে নিতে বললেও অধ্যক্ষ কথা আমলে নিচ্ছেননা ওই যুবলীগ নেতা। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কেউ প্রতিবাদ করতে সাহস না পেলেও নাম  প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বিষয়টি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সার গ্রামের আকবার শেখের ছেলে উপজেলা যুবলীগ সদস্য আজিজুল শেখ । তিনি দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের প্রধানের বাঁধা উপেক্ষা করে বিগত আওয়ামীলীগ সরকারে আমল থেকে উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের খেলার মাঠ দখল করে ইট-বালু খোয়ার ব্যবসা করে আসছে। খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় শিশু, কিশোর এবং যুবকরা খেলাধুলা করতে পারছেনা। মাঠটি বহুদিন আগে থেকে খেলার মাঠ হিসিবে ব্যবহৃত হয়ে আসছে। কিনু‘ বর্তমানে মাঠটি অবৈধ ভাবে দখল করে রাখার কারনে শিক্ষার্থী ও স্থানীরা সকলে খেলা-ধুলা  ও শরিরচর্চা  থেকে বঞ্চিত। স্থানীয় রোমান সিককদার, হারুন মিয়া, মান্নান শেখ, আকুববার সরদার তারা বলেন, বিগত আওয়ামীলীগের সরকার আমলে যুবলীগ নেতা আজিজুল শেখের বিরুদ্ধে আমারা কোন কথা বলতে পারি নাই। সে তার দলের প্রভাবে স্কুল ও কলেজের মাঠ দখর করে অবৈধভাবে ইট-বালু খোয়ার ব্যবসা করে আসছে। এখন অন্তবর্তিকালিন সরকারের সময় আমরা স্থানীয়রা একাধীক বার আজিজুল শেখকে মাঠ থেকে মালামাল সরিয়ে নিতে বলা হলেও সে নিচ্ছেনা। ইট-বালু খোয়া মাঠে থাকায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতে পারছেনা। প্রশাসনের প্রতি আমাদের দাবি বিষয়টি দেখে আজিজুল শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় এক যুবক বলনে,‘আমরা ছোটবলো ুেুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুথকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলে আসছি। কিন্তু মাঠ দখল ও মাঠে ইট-বালু ও খোয়া রাখায় এখন আর খেলাধুলা করা যায় না। খেলতে গেলে ইট-খোয়া ও পাথররে কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। অভিযুক্ত আজিজুল শেখ সাংবাদিকদের বলেন, আমি বিদ্যালয়ে মাঠে ইট বালু খোয়ার রেখেছি একথা সত্য। বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ আমাকে সরিয়ে নিতে বললে আমি সরিয়ে মাঠের এক পার্সেরেখেছি। এ ব্যাপারে পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ইট বালু খোয়ার ব্যবসাই আজিজুল শেখ তিনি যুবলীগ করার কারনে ক্ষমতার বলে বিদ্যালয় মাঠে ইট-বালু খোয়া রেখে ব্যবসা করে আসছে। মাঠ বন্ধ থাকায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা-ধুলা করতে পারছেনা। আমি তাকে একাধিকবার বলেছি সে আমার কোন কথা সুনছেনা। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, কোন বিদ্যালয় মাঠে ইট-বালু খোয়া রেখে ব্যবসা করা আইনানুক অপরাধ। যে বিদ্যালয় মাঠে ইট বালু খোয়া রেখেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে