মুন্সীগঞ্জে ”উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক”সভা

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ পিএম
মুন্সীগঞ্জে ”উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক”সভা

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ”উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক”আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুঞ্জবিহারী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও তারুণ্যে উৎসব উদযাপন কমিটির আহ্বয়ক ড. রসময় কীর্ত্তনিয়া ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  কামরুন্নাহার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল । এর আগে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে বিভিন্ন স্টলে তাদের তৈরী পণ্য উপস্থাপন করেন। এ সময় স্থানীয় শিক্ষানুরাগী ওয়াহিদুজ্জামান মিলন, প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান, অধ্যক্ষ বিশ্বজীৎ, প্রধান শিক্ষক লুৎফর রহমান,আ: মান্নান  শেখ আমিন উপস্থিত ছিলেন। সভায় উদ্যোক্তা পরিচিতি ,উদ্যোক্তার গুণাবলী ও বৈশিষ্ট, উদ্যোক্তা হওয়ার আর্থিক উৎস,প্রশিক্ষণ  ও শিক্ষার গুরুত্ব প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে