গাবতলীতে ইউপি প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:১৮ পিএম
গাবতলীতে ইউপি প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 মামলা হওয়ার  পরেও বগুড়ার গাবতলী নাড়ুয়ামালা ইউনিয়ন  যুবদলের যুগ্ম আহবায়ক ইউপি প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ও তার বাহিনীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৭ জানুয়ারী)  মানববন্ধন করা হয়েছে।  গাবতলী থানা সদরের ৪ মাথামোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বাদী পক্ষের আয়োজনে নারী পুরুষ গন এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে বলা হয় ১৮ জানুয়ারী ঘটনার পর ১৯ জানুয়ারী গাবতলী মডেল থানায় যুবদলনেতা ইউপি প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার সহ ৫ জনের নাম উল্লেখ করে, জিল্লুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করা হয়। ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।  উল্টো যুবদলনেতা গোলজার ও মামলার অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরেবেড়াচ্ছ ও মামলা তুলেনিতে বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মানববন্ধন থেকে পুলিশকে ২৪ ঘন্টার সময় দেয়াহয় আসামীদের গ্রেফতার করতে। নইলে বাদী তার লোকজন নিয়ে অনশন কর্মসুচি সহ লাগাতার কর্মসুচির হুশিয়ারী দেয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপুল, ইউসুফ, ছাত্তার, জহির উদ্দিন, আবুল হোসেন, জিল্লুর, বায়েজিদ, নায়েব আলী, কুড়ানু,শাহিনুর,বিউটি, মালিনা,খুকি,আদিফা ও সুমি প্রমুখ। উল্লেখ্য, গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত আমেদ আলীর ছেলে সিএনজি চালক আব্দুল হান্নান (৪২) ঘটনার সকালে সিএনজি নিয়ে ভাড়া চসলানোর জন্য বাড়ী থেকে বের হয়। আমতলী নামক স্থান হতে হান্নানকে সিএনজি সহ নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদলনেতা হৃদয় হোসেন গোলজার ও তার ক্যাডার বাহিনী  অপহরণ করে চাকলায় গ্রামে আটকে রাখে ও টাকা দাবী করে। এ ঘটনায় হান্নানের ছোটভাই জিল্লুর রহমান (৩৩) থানায় একটি লিখিত অভিযোগ করে। অপহৃত হান্নানের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে আনতে চাকলা গ্রামে যায়। সেখানে প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ও তার ক্যাডার বাহিনি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। তাদের সাথে থাকা  দেড় লাখ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এঘটনায় নারী পুরুষ সহ ৬ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করাহয়। গাবতলী  মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানববন্ধনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW