পাবনার চাটমোহরে ঠিকাদার নির্বাচনে প্রকাশ্যে লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই লটারী অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ এইচবিবিকরণ (২য় পর্যায়) প্রকল্পের সির্মাণ কাজের জন্য লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর খৈয়াম,উপ-সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় একটি গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের জন্য ৩১৭জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।