পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। প্রধান শিক্ষক আর কে এম আঃ রব মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন,থানর অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম,অধ্যক্ষ আঃ রহিম কালু,আসাদুজ্জামান আরশেদ,তৌহিদুল ইসলাম তাইজুল,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,আবুল কালাম আজাদ,আব্দুল কুদ্দুস আলো,জামায়াতে ইসলামীর পৌর আমীর সোলায়মান হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন প্রমুখ।