রায়গঞ্জে গভীর রাতে বেগুন ও পেঁপেঁ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম
রায়গঞ্জে গভীর রাতে বেগুন ও পেঁপেঁ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সবজির বাগানে  ৭ শত পেঁপেঁ, ৫ শত বেগুন ও ২ শত পাতাকপি গাছ,গভীর রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৬ শে জানুয়ারি রোববার  গভীর রাতে । সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার  সোনাখাড়া ইউনিয়নের ক্ষীরতলা গ্রামের শ্রী গোবিন্দ মাহাতোর ৮০ শতক জমি বর্গা নিয়ে চাষ করেন একই উপজেলার ধলজান গ্রামের, মোঃ জমসের আলীর পুত্র, সাজেদুল ইসলাম (২৫) ও একই গামের, আব্দুল হামিদ আকন্দের পুত্র ইব্রাহিম হোসেন (৫০)। দীর্ঘদিন ধরে সবজি চাষ করে আসছে। ৮০ শতক জমিতে বেগুন, পাতাকপি আলু, পেঁপেঁ ও মুলা চাষ করে। রোববার ২৬শে জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ৭ শত পেঁপে ৫শত বেগুন ও ২ শত পাতাকপি কেটে বিনষ্ট করে দিয়ে যায়। বর্গা চাষি সাজেদুল ইসলাম, ও ইব্রাহিম হোসেন, জানান সোমবার সকালে জমিতে এসে দেখতে পান শত-শত সবজি গাছ পড়ে আছে। এতে তাঁদের প্রায় লক্ষাদিক টাকার ক্ষতি  হয়েছে। এ বিষয়ে জমির মালিক শ্রী গোবিন্দ মাহাতো বলেন, নিমগাছি গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মমিনের সাথে আমার দীর্ঘ ৫ বছর যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল ও আদালতে মামলা চলমান রয়েছে, এর জের-ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে ভুক্তভোগী চাষীরা উপজেলা কৃষি অফিস সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে