পিরোজপুরের ইন্দুরকানীতে নিজ বাড়ীর পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সালমা বেগম উপজেলার চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের মেয়ে। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের তালাকপ্রাপ্তা মেয়ে সালমা বেগম বাপের বাড়ীতেই থাকতেন। সোমবার সকালে সালমার বোনের মেয়ে আফসানা বাড়ীর উত্তর পাশে পুকুর পাড়ে গেলে তার খালা সালমাকে পুকুরে পড়া অবস্থায় দেখতে পায়। আফসানার ডাক চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সালমার খিচুনি রোগ ছিল বলে তার পরিবার জানায়। তার ১টি ছেলে ও ১টি মেয়ে আছে। ছেলে তার বাপের সাথে ভারতে থাকে আর মেয়ে সাবিনা (১৩) মায়ের সাথে নানাবাড়ীতে থাকে।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সালমা বেগম নামে পুকুড়ে পড়ে এক নারীর মৃত্যু সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সালমার খিচুনি রোগ ছিল বলে তার পরিবার দাবী করেছে।