সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিয়াগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার সাধন কুমারের বিরুদ্ধে নামজারী অনিয়মের একটি অভিযোগ করেছে চান্দাইকোনা গ্রামের মৃত চাঁন মোহাম্মাদের ছেলে ছানোয়ার হোসেন। গত ২২ শে জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দাখিলকৃত অভিযোগ সুত্রে জানা যায় ছানোয়ার হোসেন গত ১৫ মে ২০২১ ইং তারিখ থেকে গুরুতর শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ে। তার অসুস্থ্যতার সুযোগে গত ২৩ শে মার্চ ২০২১ইং তারিখে তার ৩ কন্যা তাকে সুচিকিৎসার ব্যবস্থা দেওয়ার কথা বলে রায়গঞ্জ এস আর অফিসে নিয়ে ২৫২৭ নং একটি খানা হেবা ঘোষনা পত্র দলিল রেজিষ্ট্রার করে। অভিযোগ সুত্রে আরও জানা যায় ধামাইনগর মৌজার ১২০ নং খতিয়ানের ০৩,১০ ও ১৪ নং দাগের সম্পত্তি তার মাতার সঙ্গে যৌথ নামে খতিয়ান ভুক্ত হয়। পুত্র হিসাবে ২০০০-২০০১ অর্থ বৎসরে নামজারী তার মাতার সম্পত্তি ৪৬৬ নামজারী করিয়া নেয়। যাহার ইউনিয়ন ভূমি অফিসের জোত নং ৮৫৯। হেবা ঘোষনাপত্র দলিলের তফশীল চৌহাদ্দীতে উল্লেখ্য না থাকা সত্ত্বেও ইউপি তহশীলদার সাধন কুমার মোঃ ছানোয়ার হোসেনের তিন কন্যার নামে নামজারী প্রস্তাব দিয়ে উপজেলা ভূমি অফিস থেকে ২০২৩-২৪ অর্থ বৎসরে ১১১২ নং একটি নিয়ম বর্হিভূত নামজারী পাশ করে দেয়। এ নামজারীর বিরুদ্ধে ভুক্তভোগী গত ২২শে জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি অভিযোগ দায়ের করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।