বাগমারায় লীজকত পুকুর থক মাছ লুটর অভিযাগ

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯ পিএম
বাগমারায় লীজকত পুকুর থক মাছ লুটর অভিযাগ
রাজশাহীর বাগমারায় লীজকত পুকুর থক মাছ লুটর অভিযাগ উঠছ। রাববার সকাল ৮টায় উপজলার শ্রীপুর ইউনিয়নর চাঁইপাড়া গ্রাম আমিনুল ইসলামর লীজকত একটি পুকুরর চাষকত বিভিন প্রজাতির মাছ লুটর ঘটনা ঘট বল জানা গছ। এ ঘটনায় বাগমারা থানায় ৫ জনর নাম উল্লখ সহ অজ্ঞাতনামা আরা ৭/৮ জনর বিরুদ্ধ লিখিত অভিযাগ দায়র করন ভুক্তভাগী পুকুর লীজ গ্রহিতা আমিনুল ইসলাম। অভিযাগ সূত্র জানা গছ, প্রায় ৯ মাস আগ সহকারি কমিশনার (ভমি) দপ্তর থক চাঁইপাড়া গ্রামর একটি সরকারি পুকুর লীজ গ্রহণ কর। লীজ নয়ার পর থক মাছর চাষ কর আসছন আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম জানান, সই পুকুর জারপূর্বক অনুগতদর নিয় মাছ লুট কর নিয় যায় শ্রীপুর ইউনিয়নর সাবক চয়ারম্যান মকবুল হাসন মধা। মাছ লুটর ঘটনায় মকবুল হাসন মধা সহ জাকির হাসন, নাজমুল হক, রফিক আলী এবং আজাদ আলী সহ ৭/৮ জনর নাম অভিযাগ দায়র করা হয়ছ। খাঁজ নিয় জানা গছ, ১৪৩১-১৪৩৩ সন ময়াদী চাঁইপাড়া মদির পুকুরটি লীজ নয় আমিনুল ইসলাম। তার সই পুকুর জারপূর্বক মাছ লুট করত থাক। এ সময় আমিনুল ইসলাম মাছ লুট বাধা দিত গল তাক অকথ্য ভাষায় গালমদ কর ভয়ভীতি দখায়। নিরুপায় হয় থানার আশ্রয় নয় লীজ গ্রহীতা। অভিযাগ উল্লখ করা হয়ছ ওই পুকুর থক প্রায় তিন শত মণ মাছ লুট করা হয়ছ। মাছ লুটর ঘটনায় লীজ গ্রহীতা আমিনুল ইসলাম বলন, আমি সরকারি প্রক্রিয়া মন চাঁইপাড়া গ্রামর মদির পুকুর লীজ গ্রহণ করি। আমার লীজকত পুকুর মাছ চাষ করছি। সই মাছ জার পূর্বক সাবক চয়ারম্যান মকবুল হাসন মধার নতত্ব বশ কয়কজন ক্যাডার দিনর বলায় ভয়ভীতি দখিয় মাছ লুট কর নিয় যায়। তারা য কান সময় আমার উপর হামলা করব বলও ভয়ভীতি দখাছ। এ ঘটনায় শ্রীপুর ইউনিয়নর সাবক চয়ারম্যান মকবুল হাসন মধার সাথ মুঠাফান যাগাযাগ করা হল উক্ত অভিযাগ অস্বীকার কর তিনি বলন, আমি কান পুকুরর মাছ মারিনি। আমাক হও করত অভিযাগ আমার নাম জড়ানা হত পার। অভিযাগ আমার নাম ব্যবহার করা হয় থাকল বিবাদী ঠিক করনি। এ ব্যাপার বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলন, আমি এখনা অভিযাগ হাত পাইনি, পল তদÍ সাপক্ষ আইনগত ব্যব¯া নয়া হব।
আপনার জেলার সংবাদ পড়তে