সৈয়দপুরে অগ্নিকান্ড ১১ঘর পুড়ে ছাই

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ পিএম
সৈয়দপুরে অগ্নিকান্ড ১১ঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলোর দাবি ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার।

২৮ জানুয়ারি এটি ঘটে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায়।

কিভাবে আগুনের সুত্রপাত তা নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস। এলাকার লোকজন বলছেন বাচ্চু মামুদের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত।

সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

হাফিজুল ইসলাম বলেন, আমার ঘরে নগদ ৩ লাখ টাকা, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ ২ টা গরু পুড়ে মারা গেছে। প্রায় ১০ লাখ টাকার মালামাল সব শেষ। আমার ভাই শরিফুলেরও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে আরও ৪ টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন,উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আব্দুল্লাহ বলেন,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু পথে অসংখ্য স্পিড ব্রেকার থাকায় সময় বেশি লেগেছে। আগুনের সূত্র নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেউ বলছেন চুলার আগুন, আবার কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট।

আপনার জেলার সংবাদ পড়তে