গাবতলীতে ট্যাপেন্ডাডল ট্যয়াবলেটসহ বিএনপির নেতার ভাই গ্রেপ্তার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ পিএম
গাবতলীতে ট্যাপেন্ডাডল ট্যয়াবলেটসহ বিএনপির নেতার ভাই গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে ৩ শত ১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যয়াবলেট সহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগরের বড় ভাই  শহীদ সৈকত (৪৮) কে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পুলিশ মঙ্লবার (২৮ জানুয়ারী) জেলা  হাজতে পাঠিয়ে দিয়েছে।

সে গাবতলী সদর ইউনিয়নের সারোটিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৭ জানুয়ারী) রাতে লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পিছন থেকে হাতে নাতে শহীদ সৈকতকে আটক করে। তার দেহ তল্লাসি করে ৩ শত ১০ পিচ নেশা দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যয়াবলেট, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এঘটনায় এস আই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, শহীদ সৈকত মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে