কাহারোলে জেঁকে বসেছে মাঘের শীত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:১১ পিএম
কাহারোলে জেঁকে বসেছে মাঘের শীত

দিনাজপুরের কাহারোল উপজেলার উপর দিয়ে বেশ কয়েক দিন ধরে মাঘের মৃদু শৈত্য প্রবাহ বেড়েছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে মানুষসহ প্রাণীকুল। বইছে মৃদু শৈত্য প্রবাহ। হিমেল বাতাস শৈত্য প্রবাহে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে কাঁপছে কাহারোল উপজেলার মানুষ। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় মিলছে না সূর্যের দেখা। কাহারোল উপজেলার মানুষের জন  জীবন কাবু করে দিয়েছে। সড়ক-মহাসড়কে সব ধরণের যানবাহন হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। নিত্যান্ত প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। ঈশানপুর গ্রামের বোরো চাষী শামসুল ইসলাম বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেশী, দেখা মিলছে না সূর্যের, বোরো ধানের জন্য জমি চাষ করে কুয়াশার কারণে জমিতে ধান রোপন করতে পারছি না। কৃষি শ্রমিকেরা তীব্র শীতের কারণে মাঠে কাজ করতে রাজী হচ্ছে না। তীব্র শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছে বয়ষ্ক-বয়ঃবৃদ্ধ ও শীশুরা। বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ ব্যাপারে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে চিকিৎসা নিতে আসছে বয়ষ্ক-বয়ঃবৃদ্ধ ও শিশুরা। বর্হিবিভাগে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে