গাজীপুরের কাপাসিয়ায় নিজ ঘরের ফ্যানের সাথে শারমিন আক্তার তিসা (৩৫) নামে এক নারীর রশিতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের একডালা গ্রামের তাইজউদ্দীনের কন্যা। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃতার পিতা তাইজউদ্দীন জানান, মৃত শারমিন আক্তার তিসার গত প্রায় ১৫ বছর আগে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলায় বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ফলে স্বামী রশিদ মিয়ার সাথে তার সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সেই থেকে শারমিন পিতার বাড়িতে বসবাস করছে। বুধবার ভোরে বাড়ির লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। থানার এস আই সোহাগ হোসেন জানান, শারমিন আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।