বরিশালে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ পিএম
বরিশালে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার দুপুরে মাদক বিক্রেতা সোহেল সরদার ওরফে বাবুকে (৩৬) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত বাবু জেলার গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের জব্বার সরদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় বলেন, বুধবার সকাল নয়টার দিকে মাদক বিক্রেতা সোহেল সরদার ওরফে বাবুর বাসায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহেলকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সোহেলকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে বিচারক মাদক বিক্রেতা বাবুকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওইদিন বিকেলে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে