বরিশালে সাতদিনব্যাপী তারুণ্যের মেলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৬ পিএম
বরিশালে সাতদিনব্যাপী তারুণ্যের মেলা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে সাত দিনব্যাপী তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে থানা সংলগ্ন পৌরসভার বালুর মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধণ করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মৎস্য কর্মকর্তা প্রজেনজিৎ দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, ফখরুল আবেদীন তানভীরসহ অন্যান্যরা। শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। সাতদিনব্যাপী মেলায় বিভিন্ন পন্যের ৪০টি স্টল বসেছে। মেলায় প্রতিদিন দেশবরেন্য শিল্পীদের সমন্ময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে