গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোডে অবস্থিত বেবিস লার্নিং স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক হিসাবে উদ্বোধন করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। সাফাইশ্রী খেয়াঘাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কাপাসিয়া সংবাদদাতা মোঃ সাইফুল ইসলাম শাহীন। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সফিকুল ইসলাম সফিকের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার অফিসার মোঃ আকরাম হোসেন, ইসলামী ব্যাংক অফিসার মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুল্লাহ, সমাজসেবক তুহিন সিকদার, সাংবাদিক শেখ মোঃ সাইফুল ইসলাম নান্না প্রমুখ।