নন্দীগ্রামে সাংবাদিকসহ আ.লীগের ২১ নেতার নামে মামলা

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:৫১ পিএম
নন্দীগ্রামে সাংবাদিকসহ আ.লীগের ২১ নেতার নামে মামলা

বগুড়ার নন্দীগ্রামে দুই সাংবাদিকসহ আওয়ামী লীগের ২১জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। সোমবার রাতে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া মহল্লার ইউনুছ আলীর ছেলে ওয়ার্ড ছাত্রদল আহবায়ক রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ দুই সাংবাদিক ফিরোজ কামাল ফারুক ও জিল্লুর রহমান রয়েলকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফোক্কার, উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি তুহিন আহমেদ, সহ সভাপতি আল নোমান নাদিম, সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল জাহিদসহ অনেকে। বুধবার নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, গত ২৪ জানুয়ারি পৌর সদরের বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে