নির্বাচনের দাবিতে দ্রুত আন্দোলনের ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:১১ পিএম
নির্বাচনের দাবিতে দ্রুত আন্দোলনের ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সম্ভাবনার কথা জানিয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, বিএনপি সরকারকে সঠিক পথে পরিচালিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবে। 

সালাহউদ্দিন আহমেদ জানান, দেশের রাজনৈতিক বাস্তবতায় সরকারের ভুল সিদ্ধান্ত সংশোধন করা জরুরি। তিনি বলেন, “সরকার ভুল সিদ্ধান্ত নিতে পারে, তবে সে ভুল শোধরানোর দায়িত্ব আমাদের সবার।” 

তিনি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে সেই যৌক্তিকতা জনগণের কাছে তুলে ধরতে হবে।” বিশেষ করে, নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রক্রিয়ার বিষয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরেন সালাহউদ্দিন। 

সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, “রিপোর্ট অনেক সুন্দর হলেও, কিছু বিষয় বাস্তবায়নযোগ্য নয়। রাজনৈতিক কালচারের সাথে কিছু কিছু সংস্কার মেলে না। সরকারের উচিত আলোচনার মাধ্যমে এসব বিষয় পরিষ্কার করা।” 

নির্বাচন বিলম্বিত হলে জনগণের ক্ষোভ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং রাজনৈতিক দল, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সংস্কার কার্যক্রম চালানো উচিত।”

তবে, শুধু নির্বাচনের বিষয় নয়, সালাহউদ্দিন আওয়ামী লীগকে ঘিরেও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “যে দল দেশের গণহত্যায় জড়িত, তার বিচার হতে হবে। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগের বিরুদ্ধে দায়বদ্ধতার তদন্ত হওয়া উচিত।” 

এছাড়া, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টিও সালাহউদ্দিন আহমেদ স্বাগত জানিয়ে বলেন, “ছাত্র নেতাদের রাজনৈতিক দল গঠনের প্রয়াসকে আমরা সম্মান করি, তবে তাদের কৌশল বিষয়ে সতর্ক থাকতে হবে।” 

এদিকে, সালাহউদ্দিন আহমেদ বিভিন্ন প্রতিবেদন ও রিপোর্টের আলোকে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনী সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

আলোচনাসভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পার্থ সারথি দাস এবং বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বাছির জামাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে