গর্ভবতী মায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৮ পিএম
গর্ভবতী মায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

পাবনার সুজানগরে গর্ভবতী মায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দেশের বিখ্যাত ওষুধ কোম্পানী এসএমসির উদ্যোগে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এবং মেডিক্যাল এ্যাসিস্ট্যান্টগণ অংশ নেয়। এতে গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন-এ এবং ভিটামিন-সিসহ বিভিন্ন কার্যকর ওষুধ এবং খাবারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ ওয়াসিম খান, সহকারী সার্জন ডাঃ মোঃ মেহেদী হাসান, সহকারী সার্জন ডাঃ মোঃ আইরিন আক্তার, মেডিক্যাল অফিসার নাসরীন আক্তার ও এসএমসির আঞ্চলিক সমন্বয়কারী কাজী মোঃ মোশারফ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে