ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ করায় যুবক কারাগারে

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৬ পিএম
ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ করায় যুবক কারাগারে

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করায় সাহাবুল ইসলাম নামে এক যুবককে সাইবার নিরাপত্তা মামলায় বুধবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় তাকে কৌশলে থানায় ডেকে এনে আটক করা হয়। ওই যুবক নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। জানা যায়, অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে ৯ নভেম্বর সাহাবুলকে আটক করে পুলিশ। সাইবার নিরাপত্তা আইনের মামলায় আসামি না করার জন্য রাতে ৭ লাখ টাকা ঘুষ নেয় ওসি। পরদিন সকালে ১৫১ ধারায় তাকে আদালতে পাঠায়। এ ঘটনায় পুলিশ হেড কোয়াটারে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ দেয় সাহাবুল। তদন্ত শুরু হলে সাহাবুলকে রংপুর নিয়ে গিয়ে জুতা ও কাপড়-চোপড় কিনে দেয় ওসি। ২৬ জানুয়ারী এসআই আমিনুলের বাসায় ওসি, সাহাবুল ও কয়েকজন থাই জুয়ারী একসঙ্গে দাওয়াত খেয়ে আড্ডা দেয়। পরে অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় ওসি কৌশলে সাহাবুলকে ডেকে এনে সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, তাকে থাই চক্রের মামলায় আটক করা হয়েছে। আমি একজন ওসি, একজন অফিসার, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে-এটা আপনারা বলেন কিভাবে। এ কথা বলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছন্ন করে দেন।