পার্বতীপুরে কাভার্টভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ পিএম
পার্বতীপুরে কাভার্টভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের পার্বতীপুরে এসএ পরিবহনের পার্সেলবাহী কাভার্টভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজেদুর রহমান (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে পার্সেলবাহী কাভার্টভ্যান চালককে আসামী করে নিহত শাহিনুর আলমের পিতা বুলু বাদী একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসএ পরিবহনের পার্সেলবাহী কাভার্টভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১১-৬৫) এবং চালক ইলিয়াস আলী (৩০) ও হেলপার তাসকিন মিয়া (২২) কে আটক করেছে পুলিশ। নিহত শহিনুর আলম এর বাড়ী পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মৃধাপাড়া গ্রামের বুলু’র ছেলে ও সুখদেব কুমার রায় একই উপজেলার রামপুরা ছোট হরিপুর গ্রামের অনিবীশ চন্দ্র রায়ের ছেলে। আহত সাজেদুর রহমানের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের জহুরুল হকের ছেলে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের পার্সেলবাহী কাভার্টভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে হাজীর মোড় নামক স্থানে মুখোমখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় দুইজন মারা গেছে। আহত হয়েছেন একজন। কাভার্টভ্যান ও চালক-হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে