কুলখানির বাজার করতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে দুলাভাই ও শ্যালককে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রামে। আহতরা হলেন ওই গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম ও তার শ্যালক মিয়াদ হাওলাদার। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় নানির কুলখানির বাজার করার জন্য শ্যালক মিয়াদকে নিয়ে সরিকল বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেই। পথিমধ্যে কুড়িরচর-ইসলামপুর ব্রিজের সন্নিকটে পৌঁছলে একই গ্রামের প্রতিপক্ষ মান্নান হাওলাদারের ছেলে জসিম হাওলাদার, শামিম হাওলাদার ও তাদের সহযোগি মোকসেদ মৃধাসহ ১৫/২০ জনে তাদের পথরোধ করে হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারীরা কুলখানির ১ লাখ ৭৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ মান্নান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তবে অভিযুক্ত জসিমের বাবা মান্নান হাওলাদার বলেন, হামলার ঘটনায় আমাদের কোন সম্পৃক্ততা নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।