দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় মোঃ আব্দুল সালাম সরকার (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মোঃ আব্দুস সালাম সরকার বীরগঞ্জ পৌর শহরের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত আওলাদ হোসেন সরকারের ছেলে এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার দিবাগত রাতে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।