কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর খেলার মাঠে গত কাল বৃহস্পতিবার দুপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নির্দেশে আলহাজ্ব কাজল ভূইয়া, বিএনপি জেলা সদস্য কাইয়ুম খান হেলাল সহ আরো নেতৃবৃন্দ বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য সহস্রাধিক লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব কাজল ভূইয়া বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদি সরকার দেশকে দূর্নীতিতে লন্ড ভন্ড করে দিয়েছে। এছাড়া বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ই আগষ্ট ছাত্র জনতার যুদ্ধে তিনি এবং তার ৩০০ এমপি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।