৫৯ বছর পর চালু হলো অপরারেশন থিয়েটার

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৯ পিএম
৫৯ বছর পর চালু হলো অপরারেশন থিয়েটার

অবশেষে ৫৯ বছর পর চালু হলো দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অপরারেশন থিয়েটার। উপজেলার সুরা মসজিদ এলাকার নাঈম মিয়ার স্ত্রী প্রসূতি সম্পা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। উপজেলা সস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান বলেন,ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স চালু হওয়ার ৫৯ বছর পর অবশেষে অপরেশন থিয়েটার চালু করা হয়েছে। এতদিন অপারেশন সংশ্লিষ্ট ডাক্তার ও যন্ত্রপাতি না থাকায় এই হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। এখন থেকে আশে পাশের কয়েকটি উপজেলার রোগীরা বিনামুল্যে সেবা নিতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আহাদ, যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিষ্টার সানি, উপজেলা সহকারী (ভুমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ওসি নাজমুল হক, ওসি তদন্ত শহিদুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ, সাংঘঠনিক সম্পাদক মাহফুজার রহমানসহ হাসপাতালে কর্মররত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে