আগৈলঝাড়ায় বিএনপি নেতা-কর্মীদের সভা ও শীতবস্ত্র বিতরণ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ পিএম
আগৈলঝাড়ায় বিএনপি নেতা-কর্মীদের সভা ও শীতবস্ত্র বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র নেতাদের সাথে মতবিনিময় সভা ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বুধবার সন্ধ্যায়  আগৈরঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের তারার ভিটার মসজিদ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদ বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ বখতিয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভা, লিফলেট ও শীতবস্ত্র বিতরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুব ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাহার, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক ফকির, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো.মনির হোসেনসহ প্রমুখ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের মাঝে লিফলেট ও দুই শতাধিক শীর্তাতদের মাঝে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে