সেনবাগে ছাত্রলীগ ছাত্রদলের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:২৭ পিএম
সেনবাগে ছাত্রলীগ ছাত্রদলের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া

সেনবাগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক জয় বাংলা শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২টার দিকে সেনবাগ উপজেলার কানকির হাট বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে পিঠা উৎসবে ওই ঘটনাটি ঘটেছে। জয় বাংলা শ্লোগান দেওয়ার ওই ঘটনার জন্য ছাত্রদল কলেজের প্রিন্সিপাল নিছার উদ্দিনকে দায়ী করেছে। সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাকিল জানায়, পিন্সিপাল নেছার উদ্দিন পিঠা উৎসবে তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ না করে নিষিদ্ধ সংঠন ছাত্রলীগ নেতার সঙ্গে পরামর্শ করে পিঠা উৎসবের আয়োজন করে এবং রাতে ওই সংগঠনের নেতার সঙ্গে ছবি তুলে ফেকবুকে পোষ্ট দেয়। এরপর দুপুরে কলেজের প্রিন্সিপাল নেছার উদ্দিনের যোগসাজসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহদেী হাসানের নেতৃত্বে একটি দল পিঠা উৎসবে এসে নাচানাচি করে ও জয় বাংলা শ্লোগান দেয়। এরপর প্রতিবাদ করলে তাদের সঙ্গে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা ধাওয়া করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন। ছাত্রদল নেতাদের দাবী  নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি ফেজবুকে পোষ্ট দেওয়া ও নিষিদ্ধ ছাত্রলীগকে পিষ্টপোষকতার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাস্পাসে উত্তেজনা দেখা দেওয়ায় নিদিষ্ঠ সময়ের দেড় ঘন্টা আগে পিঠা উৎসবন  বন্ধ করে দেওয়া হয়।এতে শিক্ষার্থীদের তৈয়ার করা বিভিন্ন পিঠা অবিক্রিত থেকে যাওয়ায় তারা ক্ষতি সুম্মুখিন হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করছে প্রিন্সিপাল নেছার উদ্দিন জানান,৫/৬দিন পরিশ্রম করে পিঠা উৎসবের আয়োজন করেছে। কিন্তু কয়েকজন ছাত্রলীগ নেতা পিঠা উৎসবের স্টলে এসে জয় বাংলা শ্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি ও ধাওযা ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি অফিস থেকে নিছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ছাত্রলীগ নেতার সঙ্গে তার ছবি ফেজবুকে ভাইরাল হওয়ার ঘটনায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, আগের রাতে স্টল পরিদর্শনে এসে ওই ছবিটি তোলেন। কিন্ত তিনি কোন ছবি ফেজবুকে পোষ্ট দেননি। দিয়ে তার কলেজের অফিস সহকারী আবদুল হানান। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে