ভয়াবহ অগ্নিকান্ডে হাটহাজারীর হোটেল পুড়ে ছাই

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৩০ পিএম
ভয়াবহ অগ্নিকান্ডে হাটহাজারীর হোটেল পুড়ে ছাই

চট্টগ্রামের  হাটহাজারী পৌরসভার বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় 'আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট' নামক একটি প্রতিষ্ঠান পুড়ে হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে দুই কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা  ধারনা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোর রাত সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়, ক্ষতিগ্রস্থ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে  পৌরসভার বাস স্টেশনস্থ 'ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত 'আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় মার্কেটের আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই প্রতিষ্ঠানের সমস্ত  আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও নগদ ৪/৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় ওই মার্কেটের ৪র্থ তলা থেকে মো.মমিন (৩০) নামক এক হোটেল কর্চারীকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মো.কামাল উদ্দিন ও মোহাম্মদ  হোসেন গণমাধ্যমকে  জানান,  অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। এদিকে মঙ্গলবার( ২৮ জানুয়ারী)  ভোর রাতে  উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সারাং বাড়িতে এক অগ্নিকান্ড ১২ পরিবারের ১৮টি ঘর, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান এক কোটি  দশ লক্ষ টাকা হবে বলে ইউ পি সচিব আবু তৈয়ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেছেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে