রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী ও আলোচনা

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৪১ পিএম
রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী ও আলোচনা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, শিক্ষা অফিসার তোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম, বিএনপির পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতের সেক্রেটারী রজব আলী, বিএনপির নেতা বকুল মজুমদার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা তারেক মাহমুদ,হাবিব,রিয়াজ প্রমুখ। র‌্যালী শেষে ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউএনও রকিবুল হাসান। সন্ধায় আয়োজন করা হয় তারুন্যের কন্সার্ট।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে