রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুলে চাহিদা ভিত্তিক সাব-ক্লস্টার প্রশিক্ষন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৪২ পিএম
রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুলে চাহিদা ভিত্তিক সাব-ক্লস্টার প্রশিক্ষন

রাণীশংকৈল উপজেলায় মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী চাহিদা ভিত্তিক সাব-ক্লস্টার সম্পন্ন।৩০জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিমান্ত বসাকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী সহ আগত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। প্রশিক্ষণের বিষয় হিসেবে আলোচনার বিষয় ছিল চাকুরী বিধি। এসময়ে শিক্ষকগণ বলেন- আসলে আমাদের চাকুরী বিধি সম্পর্কে বিধি জানা প্রয়োজন। চাহিদা ভিত্তিক সাব-ক্লস্টারে আলোচনা হলো- সরকারী কর্মচারী নিয়মিত উপস্থিত,শৃঙ্খলা ও আপীল, বিধিমালা-২০১৮,নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯। একজন সরকারি চাকুরীজীবী তার চাকুরী জীবনে চলার জন্য গাইড বুক হিসেবে এ বিধি জানা আবশ্যক

আপনার জেলার সংবাদ পড়তে