সেনবাগের কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করেন, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন। কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোঃ নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম চৌধুরী, কেশারপাড় ইইনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের গর্ভানিং বডির সদস্য সানজিদ কামাল, কেশারপাড় ইউপির মেম্বার জামাল উদ্দিন সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও এলাকাবাসী। পিঠা উৎসব (মেলায়) কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৯টি স্টল বসে। পিঠা মেলায় শতাধির ধরণের বিভিন্ন পিঠা স্থান পায়।