নোয়াখালীর বেগমগঞ্জে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাবাজার কে.বি স্কুলের মাঠে সকাল থেকে অনুষ্ঠিত হয়ে বিকেলে পুরষ্কার বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। এডহক কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এর সার্বিক নির্দেশনা প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ৩নং জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম লাভলু। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন। ব্যবসায়ি আনোয়ার উল্ল্যা মাসুদ। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।