বুধহাটা ইউনিয়ন বিএনপি'র কমিটি ঘোষণা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৭:৫১ পিএম
বুধহাটা ইউনিয়ন বিএনপি'র কমিটি ঘোষণা

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় আশাশুনিতে নির্বাচন কমিশন ও অন্যান্য নেতৃবৃন্দের এবং সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট গণনা শেষে নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ এ কমিটি ঘোষণা করেন। ১৮ জানুয়ারি শনিবার কমিটির সভাপতি আলহাজ্ব আঃ রব ও সাংগঠনিক সম্পাদক পদে মেম্বার আঃ রব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার ২৯ জানুয়ারি বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেল্টারে বিএনপি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম ও মামুন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ১৮১ জন ভোটার ভোট প্রদান করেন। যার মধ্যে ২টি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে মামুন হোসেন ১৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৪৫ ভোট। উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন জানান, সকাল ১০ টায় ভোট গ্রহন কার্যক্রম শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় প্রশাসন ভোট গ্রহন বন্ধ করে দেয়। তখন বহু ভোটার সারিবদ্ধ দাড়িয়ে ছিলেন। ৪ টা পর্যন্ত ভোট চললে অধিকাংশ ভোটার ভোট দিতে পারতেন।

আপনার জেলার সংবাদ পড়তে