নীলফামারীর সৈয়দপুরে দুই সপ্তাহ ধরে চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা যেন গ্রাস করেছে এ অঞ্চলকে। দুপুর ১২ টার পর যদিও সুর্যের দেখা মেলে তবে রোদে কোন উত্তাপ নেই। ঘন কুয়াশার কারণে দুরপাল্লার যানবাহনসহ সকল প্রকার যানবাহন গন্তব্যে চলছে ধীর গতিতে। তবুও ঘটছে দুর্ঘটনা ও প্রানহানী। ৩১ জানুয়ারি সকালে ঘন কুয়াশার কারণে এমনি এক দুর্ঘটনা ঘটে শহরের অদুরে কামারপুকুর ইউনিয়নের কলাবাগান নামক স্থানে। ঢাকা রংপুর মহাসড়ক এটি। প্রথমে একটি বাস আরেকটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাস দুটি আটকা পড়ে। কিছু সময় পর দুটি ট্রাক এসে বাসের পিছনে ধাক্কা মেরে। এরপর একটি পিকআপ এসে সেও ধাক্কা মেরে আটকা পড়ে। শেষে একটি ড্রাম ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে। একই স্থানে এসে জড়ো হয় ৬টি গাড়ী। ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তবে গাড়ীর অনেকে আহত হলেও ঘটেনি কোন প্রানহানি। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে তেমন একটা রাস্তা দেখা যেত না। গাড়ী চালকরা নিশ্চয়ই ছিল বেপড়োয়া। তারা যদি সাবধানে গাড়ী চালাত তাহলে একটার পর একটা গাড়ী একে অপরের উপর এভাবে পড়তো না।