বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদ ফিরে পেলেন কুতব উদ্দীন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদ ফিরে পেলেন কুতব উদ্দীন

মুলাদীতে জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদ ফিরে পেয়েছেন ওই বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দীন আহমেদ। তিনি গত ২১ জানুয়ারি বরিশাল শিক্ষাবোর্ড থেকে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান। এর আগে তাকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদ থেকে সরিয়ে নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের অ্যাডভোকেট আবু হানিফ নামের এক ব্যক্তি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদ দখল করেছিলেন বলে অভিযোগ কুতুব উদ্দীনের। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পদে ফিরেই কুতুব উদ্দীন জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়কে সেরা মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা জানান, ২০০১ সালে পূর্ব নাজিরপুর গ্রামের পিছিয়ে পড়া মানুষের সুবিধার্থে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকার একটি চক্র বিদ্যালয়ের উন্নয়নে বাধাগ্রস্থ করার চেষ্টা করেন। দীর্ঘদিনেও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় কুতুব উদ্দীন বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যালয়ে সরকারি অনুদান পেতে ব্যর্থ হলে তিনি আওয়ামী লীগ নেতাদের শরনাপন্ন হন। ২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট আবু হানিফ বিদ্যালয়টি এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাসে কুতুব উদ্দীনের কাছ থেকে কাগজপত্র নেন। অ্যাডভোকেট আবু হানিফ ওই কাগজপত্র পরিবর্তন করে নিজেকে প্রতিষ্ঠাতা দেখিয়ে শিক্ষাবোর্ডে জমা দিয়ে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করেন। কিন্তু বিদ্যালয়টি এমপিওভুক্ত করার কোনো পদক্ষেপ নেননি। পরবর্তীতে কুতুব উদ্দীন তার কাগজপত্র ফেরৎ চাইলে অ্যাডভোকেট আবু হানিফ দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করেন এবং দলীয় প্রভাব দেখিয়ে কুতব উদ্দীনের কাছে কোনো কাগজপত্র দিতে অস্বীকৃতি জানান। কুতুব উদ্দীন জানান, স্থানীয় খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের পড়ালেখার সুবিধার্থে পূর্ব নাজিরপুর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিলো। কিন্তু বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পদ দখল করে আবু হানিফ ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি করেছে। অনেক কষ্ট করে পুরাতন কাগজপত্র সংগ্রহ করে বিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাতাকে স্বীকৃতি দিতে বরিশাল শিক্ষাবোর্ডে আবেদন করা হয়। বরিশাল শিক্ষাবোর্ড কয়েক দফা তদন্ত করে গত ২১ জানুয়ারি শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে কুতুব উদ্দীনকে প্রতিষ্ঠাতা পদ ফিরিয়ে দেওয়া হয়।  কুতুব উদ্দীন আরও জানান, যেসকল চিন্তা চেতনা নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিলো তা বাস্তবায়ন করা হবে। জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে