দৌলতপুর ও ডুমুরিয়া থেকে গুইসাপ এবং খৈয়া গোখরো সাপ উদ্ধার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫২ পিএম
দৌলতপুর ও ডুমুরিয়া থেকে গুইসাপ এবং খৈয়া গোখরো সাপ উদ্ধার

দিঘলিয়ার আলোর মিছিলের বন্যপ্রাণি রেসকিউ টিমের সদস্য কর্তৃক দৌলতপুর ও ডুমুরিয়া থেকে গুইসাপ ও খৈয়া গোখরা সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দৌলতপুর বাজার রবিউল বাবলু ভাইয়ের দোকানে তথ্য পাওয়া যায় গত ২ দিন যাবৎ একটি গুইসাপ আটকে পড়েছে। তিনি আজকে সকাল ৮ টায় দোকান গুছাতে গিয়ে দেখতে পায় এবং তাৎক্ষনিকভাবে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল টিমের সাথে প্রানীটিকে উদ্ধারের জন্য যোগাযোগ করা হয় এবং প্রাণিটিকে উদ্ধার করে প্রকৃতি অবমুক্তি করেন অত্র সংগঠনের বন্যপ্রাণি উদ্ধারকর্মী মোঃ আকিব হোসেন ও রমজান শেখ অপর দিকে একই দিনে ডুমুরিয়া উপজেলার কালাম মাষ্টারের বাসা মিকশিমিল, শাহপুর, ডুমুরিয়ার একটি বসত বাড়িতে খৈয়া গোখরা সাপ দেখা যায় এবং তারা অতি দ্রুত আলোর মিছিলের রেসকিউ টিমের সাথে যোগাযোগ করেন এবং সংগঠনের অন্যতম বন্যপ্রাণি উদ্ধারকর্মী সজল কুমার বিশ্বাস ও গফুর মোড়ল গিয়ে সাপটি উদ্ধার করে এবং উদ্ধার কাজ শেষে স্থানীয় বাসিন্দাদের সাপের উপকারিতা সম্পর্কে সচেতন করা এবং লিফলেট বিতরন করা হয়। উদ্ধারকৃত প্রাণিদ্বয়কে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে