জামায়াতের আমীর ড.শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের যারা মানুষ খুন করেছে তাদের বিচার হতে হবে। গুম খুনের অপরাধীদের অবশ্যই বিচার হবে। অগ্রাধিকার দিয়ে এই বিচার করতে হবে। শনিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জে জামায়াত ইসলামির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে ধোঁকাবাজির দেখে মানুষ আজ ক্লান্ত। ধোঁকাবাজির রাজনীতি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। আওয়ামী লীগ গত ১৫ বছর আমাদের সাথে যা করেছে আজ তাদের সাথে তা হচ্ছে। বিনা ভিসায় দেশ ছাড়তে হয়েছে। আওয়ামী লীগ আমাদের হাটু কাটতে গিয়ে নিজেদের হাটু দুই টুকরো করে ফেলেছে। আমীর বলেন, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করতে হবে। এবং তা অগ্রাধিকার ভিত্তিতে তা করতে হবে। দেশে মামলা বানিজ্য হচ্ছে। নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে। আর কেউ মামলা বানিজ্য করবে না। নিরিহ মানুষকে হয়রানি করবেন না। শফিকুর রহমান আরও বলেন, শিক্ষা কাঠামো এমন ভাবে করা হবে যেখানে সার্টিফিকেট ও কাজ একসাথে পাবে শিক্ষার্থীরা। জামায়াতের কর্মীর চাঁদাবাজি লুট করছে না। কারণ তার জানেন এটা হারাম। সবাই শান্ত থাকুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। সুনামগঞ্জ জেলা জামায়াতে আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান। কর্মী সম্মেলনে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন। লোকে লোকারন্য হয় বালুর মাঠ।