খেয়াপারাপারের ট্রলারসহ চালক অপহরন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৯ পিএম
খেয়াপারাপারের ট্রলারসহ চালক অপহরন

জেলার উজিরপুর উপজেলার শিকারপুর খেয়াঘাটের ট্রলারসহ চালক মাহাবুবুল ইসলামকে (৫০) রাতে অপহরন করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে শনিবার সকালে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত  ৩১ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে শিকারপুর সন্ধ্যা নদীতে যাত্রীবেশে ৫/৬ জন দুর্বৃত্তরা বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ার (রাহুতকাঠী) ঘাট থেকে পারাপার হওয়ার জন্য মাহাবুবুলের ট্রলারে ওঠে ট্রলারসহ তাকে (মাহবুবুল) অপহরন করে নিয়ে যায়। এসময় সন্ধ্যা নদীর মধ্যে মাছ ধরার জেলেরা নদীর মধ্যে ডাকচিৎকারের আওয়াজ শুনে এগিয়ে আসার আগেই অপহরকারীরা ট্রলারসহ চালককে নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। অপহৃত মাহাবুবুল উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে শিকারপুর খেয়াঘাটের মাঝি হিসেবে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, বিষয়টি শুনে রাতেই মাহাবুবুলের সন্ধানে দুই থানার পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে