তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর জেলা পর্যায়ে দিনব্যাপী অনুর্ধ্ব-১৮ বালক-বালিকাদের ‘যুব কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বালকদের মধ্যে চিরিরবন্দর থানা এবং বালিকাদের মধ্যে কোতয়ালী থানা চ্যাম্পিয়ন হয়। বালক কাবাডিতে টুর্ণামেন্ট সেরা ও দিনাজপুর জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় সাংবাদিক মোরশেদ উল আলমের ছেলে চিরিরবন্দরের তাহমিদ বারী মিঠু। গত ৩১ জানুয়ারী শুক্রবার বিকেল ৪ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা পুলিশ ও কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনে পদাধিকার বলে সভাপতি হচ্ছেন পুলিশের আইজিপি। সারাদেশে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচেছ। দিনাজপুরে জেলা পর্যায়ের খেলা শেষ হলো। যারা বিজয়ী হয়েছেন তারা বিভাগীয় পর্যায়ে খেলবেন। বিভাগীয় পর্যায়ের খেলাটিও দিনাজপুরে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য মো. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলা পরিচালনা করেন কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য ও প্রথম শ্রেনির রেফারি মো. কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন ফেডারেশনের প্রথম শ্রেনির রেফারি মো. আনোয়ারুল ইসলাম, মহসিন আলী, সামসুল হক, আব্দুল লতিফ, মোরশেদ উল আলম, রাশেদুল ইসলাম, শাহ আলম।